১২১ বছরের পুরোনো একটি চকলেট বার সম্প্রতি খুঁজে পাওয়া যায় যুক্তরাজ্যের প্রাচীন এক বাড়িতে।
চকলেট বারের টিনের কৌটাটিও যুগ যুগ পুলিশ বিভ অক্ষত রয়েছে। ঐ চকলেটের বিশেষত্ব হলো, জন্য প্রশি দক্ষিণ আফ্রিকায় যুদ্ধরত ব্রিটিশ সেনাদের হলেও এর উৎসাহ দিতে ব্রিটিশ রানি ভিক্টোরিয়া এগুলো বিভাগে পাঠিয়েছিলেন।
চকলেটের কৌটায় রানির যুক্তরাষ্ট্রের হাতে লেখা শুভেচ্ছা বার্তাও ছিল। তাতে লেখা রয়েছে ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বনি’ নাে এ ছাড়া কৌটায় খোদাই করা আছে, ‘দক্ষিণ আফ্রিকা ১৯০০’।
কৌটায় রানির একটি পোর্ট্রেটও রয়েছে। ঐ চকলেট স্যার হেনরি এডওয়ার্ড প্যাস্টন-বেডিংফিল্ডের। তিনি দ্বিতীয় বোয়ের যুদ্ধে (১৮৯৯-১৯০২) সাউথ আফ্রিকান রিপাবলিকের দুটি স্বাধীন এক জানে স্টেটের বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীর পক্ষে যুদ্ধ করেন।