অবশেষে সব জল্পনার অবসান ঘটলো। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন কি না তা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বলেছেন, আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার ইচ্ছে নেই তার।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল। সেখানে খোলাসা করেছেন গত কয়েকদিন ধরে তাকে নিয়ে চলা টি-টোয়েন্টি থেকে অবসরের গুঞ্জন নিয়ে।
আমার বয়স ৩৩। ৩৪-৩৫ এ অনেকের অভিষেক হয়। তারা আরও পাঁচ বছর খেলে। আমার এখনো চার-পাঁচ বছর আছে ভালো ক্রিকেট খেলার।
তামিম বলেন, আগামী ৬ মাস আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবছি না। সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে উপনিত হয়েছি। এই সময়ে আমার সম্পূর্ণ মনোযোগ থাকবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ নিয়ে।
টি টোয়েন্টি না খেলার ব্যাখ্যাও দিয়েছেন তামিম, ‘অনেক ক্রিকেটারই (টেস্ট ও ওয়ানডের) আগে টি-টোয়েন্টি ছেড়েছেন। বড় বড় ক্রিকেটাররাও এমনটা করেছেন। ওয়ানডে আমাদের সবচেয়ে প্রিয় সংস্করণ, খুব উপভোগ করি এটা। টেস্ট ক্রিকেট এমন একটা সংস্করণ…যখন থেকে ক্রিকেট ব্যাট ধরা শুরু করেছি, তখন দুটি ইচ্ছে ছিল—বাংলাদেশের হয়ে খেলব এবং টেস্ট খেলব।’
এরপরও এই ফরম্যাটে ফিরবেন কি না তাও নিশ্চিত করেননি ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, ছয় মাস পর যদি দলে আমার প্রয়োজন অনুভব হয় তাহলেই ফেরার ব্যাপারে চিন্তা করবো। যদি দেখি যারা আছে তারা ভালো খেলছে, তাহলে হয়তো এই ফরম্যাটে আর ফিরবো না।