বিজিবিতে ত্রিমাত্রিক আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে এবার বহরে যুক্ত হচ্ছে এয়ার বোট।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস -২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে বলেছেন, বিজিবি’র জন্য অত্যাধুনিক ৪টি এয়ার বোট ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। এছাড়া বিজিবি’র বহরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিভিন্ন সিরিজের ১২টি আধুনিক জলযান সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি।

 

এয়ার বোটকে এম্ফিবিয়াস ভেহিক্যালসও বলতে পারি, যা জল এবং স্বল্প পরিসরে স্হলে চলাচল করতে পারে। সচারাচর ইনফ্ল্যাটেবল বোটের মত দেখতে এই বোটগুলোর পেছনে বিমানের মত একটি প্রপেলার থাকে,যার মাধ্যমে অতি উচ্চ গতিতে পানি, ঝোপজঙ্গলে ঘেরা জলাশয়, কর্দমাক্ত নদীতট, বরফ আচ্ছাদিত অঞল এবং সমুদ্র তীরবর্তী ভূমিতে চলাচল করতে পারে।

 

এই চারটি এয়ার বোট বহরে যুক্ত হলে বিজিবি প্রথমবারের মত এই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সুন্দরবন এর মত ঝোপজঙ্গলে ঘেরা জলাশয়ে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করতে পারবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!