মানবদেহের নতুন অঙ্গের খোঁজ
প্রোটেস্ট ক্যান্সার নিয়ে গবেষণা করতে গিয়ে মানবদেহে নতুন অঙ্গের সন্ধান পান বিজ্ঞানীরা।
বিজ্ঞনবিষয়ক ওয়েবসাইট লাইভসায়েন্সের এক প্রতিবেদনে জানায়, নেদারল্যান্ডস ক্যান্সার ইনস্টিটিউটের চিকিৎসক-গবেষকরা নানা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে মানবদেহের গলার উপরিভাগে হাজার হাজার আণুবীক্ষণিক লালাগ্রন্থি দেখতে পান।
তারা গ্রন্থিগুলোর নাম দেন ‘টিউবারিয়াল লালাগ্রন্থি’। গবেষকরা জানান, এ গ্রন্থিগুলো নাক ও মুখের পেছনের দিকে অবস্থিত গলার ওপরের অংশকে সিক্ত ও আর্দ্র করে রাখে। এতদিন পর্যন্ত মানব শরীরে তিনটি বড় লালাগ্রন্থির কথা জানা ছিল। এর একটি গলার নিচে অবস্থিত। বাকি দুটির একটি চোয়ালের নিচে, অন্যটি চোয়ালের পেছন দিকে অবস্থিত ।
এখন এই নতুন গ্রন্থির খোঁজ মিলল গলার ওপরে। এ গ্রন্থিগুলোর মাপ প্রায় চার সেন্টিমিটার অর্থাৎ নেহাত ছোট নয়। ফলে এ গ্রন্থি মানবদেহের জন্য অত্যন্ত জরুরি।