চাকরি
জনপ্রিয়
থাকছে না আর “সহকারী অধ্যাপক” পদ
বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজে থাকবে না কোনো 'সহকারী অধ্যাপক' পদ
সম্প্রতি জারি করা হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’। কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের মূল প্রতিষ্ঠানের বাইরে কোনো শাখা খুলতে পারবে না।
বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজে থাকবে না কোনো ‘সহকারী অধ্যাপক’ পদ। প্রভাষকরা বিধি মোতাবেক পদোন্নতির যোগ্যতা অর্জন করার পর ‘জ্যেষ্ঠ প্রভাষক’ হিসেবে পদোন্নতি পাবেন। তবে বর্তমানে যারা সহকারী অধ্যাপক রয়েছেন, তারা বর্তমান পদবি ব্যবহার করতে পারবেন।
এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এতদিন মূল বেতনের ২৫ ভাগ, আর কর্মচারীরা ৫০ ভাগ উৎসব (বোনাস) ভাতা পেতেন। এখন থেকে তারা সবাই শতভাগ উৎসব ভাতা পাবেন। সারাদেশে বর্তমানে প্রায় ২৯,০০০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত।
এতে ৫ লাখের বেশি শিক্ষক কর্মচারী সরকারের কাছ থেকে প্রতি মাসে মূল স্কেলের সমান বেতন পান।