ফুলপুর খেলার মাঠের মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববির আচরণে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ”।

তার নিন্দা ও প্রতিবাদসহ সাংবাদিক সমাজ অনুষ্ঠান বয়কট করেছে জানিয়ে একজন সিনিয়র সাংবাদিক ফেসবুকে পোস্ট করে ছিলেন।তা স্বজাতী হিসেবে অনেক সাংবাদিকও কপি পোস্ট করেছেন।

 

এ নিয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সিনিয়র সাংবাদিক নুরুল আমীনের আহবানে ঐক্যবদ্ধ আলোচনায় অংশ নিতে আমরা রাজি হয়েছিলাম।বিষয়টি নিয়ে গত দু’দিনের বৈঠকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ভাষ্যমতে সহকারী কমিশনার মহোদয়ের আচরণে তেমন দোষ প্রমাণিত হয়নি।

 

তারপরও আমরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করে সুরাহার বিষয়ে একমত পোষণ করেছিলাম।পরবর্তিতে এ নিয়ে জনৈক সাংবাদিক তার ফেসবুক পোস্টে একপেশে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইনের বিরুদ্ধে মানহানিকর প্রচারণা চালিয়েছে।যা খুবই নিন্দনীয়।এতে বিষয়টি ষড়যন্ত্রমূলক মনে হওয়ায় পরবর্তি যৌথ কর্মকান্ড থেকে আমরা বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।

 

নির্দেশক্রমে

নাজিম উদ্দিন,

সম্মানিত সভাপতি,ফুলপুর প্রেসক্লাব।

 

কার্টেসি: সাংবাদিক গোলাম মোস্তফা। তাঁর ফেসবুক প্রোফাইল থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!