বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ‘রিভাইরা স্বাধীনতা কাপ ২০২১’ পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক এর ফাইনাল খেলাটি আজ শনিবার বিকাল ০৫:৩০ ঘটিকা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড এর মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আবাহনী লিমিটেড ৩-০ গোলে বসুন্ধরা কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত টুর্নামেন্টে ৪ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবং ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড Dorielton Gomes Nascimento। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন আবাহনী লিমিটেডের মিড ফিল্ডার Raphael Augusto Santos Da Silva।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রানার্স আপ দল বসুন্ধরা কিংস এর হাতে ট্রফি, মেডেল ও ৩ লক্ষ টাকার চেক প্রদান করেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রোফশেনাল লীগ কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদী এমপি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন আহমেদ মহি সহ-সভাপতি বাফুফে, মীর নজরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর রিভাইরা গ্রুপ, জনাব সৈয়দ রিয়াজুল করিম, এক্সিকিউটিভ ডিরেষ্টর, রিভাইরা গ্রুপ, জনাব মোঃ তারেক উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, জনাব মোঃ আখতার হোসেন, সিনিয়র সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জনাব পরিমল সিংহ, সচিব জাতীয় ক্রীড়া পরিষদে, জনাব আব্দুর রহিম, ডেপুটি চেয়ারম্যান, প্রোফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটি, বাফুফে, জনাব কে এম আলী রেজা, যুগ্ম সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জনাব আব্দুল আহাদ, ডেপুটি কমিশনার, মতিঝিল জোন, ঢাকা মেট্রোপলিটিন পুলিশ, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব জাকির হোসেন চৌধুরি, জনাব মোঃ নুরুল ইসলাম নুরু, জনাব মোঃ ইলিয়াস হোসেন, জনাব মোঃ ইমতিয়াজ হামিদ সবুজ, জনাব মহিদুর রহমান মিরাজ এবং বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।

The final match of ‘Revira Independence Cup 2021’ was held today. This tournament powered by Premier Bank Ltd and organized by Bangladesh Football Federation. The match between Bashundhara Kings and Abahani Ltd. Dhaka was held at Birshreshtha Shaheed Mostafa Kamal Stadium in Kamalapur at 05:30 pm. In that match, Abahani Ltd. Dhaka defeated Bushuddhara Kings 3-0 goals and became the champion.

 

Abahani Ltd. Dhaka forward Dorielton Gomes Nascimento has been selected the top scorer of the tournament with 4 goals and Man of the Final. Abahani Ltd midfielder Raphael Augusto Santos Da Silva won the best player award in the tournament.

Honorable State Minister of the Government of the People’s Republic of Bangladesh Md. Zahid Ahsan Russell MP, Ministry of Youth and Sports was present as the Chief Guest at the award ceremony. He handed over the Champions Trophy, Medal and 5 Lakh taka to champion team Abahani Ltd. Dhaka. Abdus Salam Murshedy, MP, Senior Vice President of BFF and Chairman, Professional League Committee handed over the trophy, medal and 3 lakh taka to the runners up team Bashundhara Kings.

Also present at the award ceremony were Mohiuddin Ahmed Mohi, Vice President BFF, Mir Nazrul Islam, Managing Director Revira Group, Syed Reazul Karim, Executive Director, Revira Group, Md. Tareq Uddin, Executive Vice President and Head of Brand Marketing & Communication of Premier Bank Ltd, Md. Akhtar Hossain, Senior Secretary, Ministry of Youth and Sports, Parimal Singh Secretary, Ministry of Youth and Sports, Abdur Rahim Deputy Chairman of Professional League Management Committee, KM Ali Reza, Joint Secretary, Ministry of Youth and Sports, Abdul Ahad, Deputy Commissioner, Motijheel Zone, Dhaka Metropolitan Police, BFF Executive Committee Member Zakir Hossain Chowdhury, Md. Nurul Islam Nuru, Md. Ilias Hossain, Md. Imtiaz Hamid Sabuj, Mohidur Rahman Miraj and General Secretary of Bangladesh Football Federation Md. Abu Nayeem Shohag.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!